ওমানের ‘মুসানদাম’ ভ্রমণ পিপাসুদের জায়গা

শেয়ার করুন         আমিরাতে গ্রীষ্ম/সামার মানে আগুন গরম। বাইরের তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রী হয়ে যাওয়াটা কোন ঘটনাই না। এমন এক তপ্ত দিনে আমাদের শখ হল, মুসানদাম ঘুরতে যাব। মুসানদাম জায়গাটা ওমানি পেনিনসুলার মাঝে চারিদিকে পাহাড় ঘেরা সাগর পারের একটা জায়গা। ওইখানে যাবার জন্য প্রথমে বাসে করে ওমান বর্ডার এবং এর পর সেটা পার হয়ে আরও কিছুদূর গিয়ে ‘ডো’ নামের একধরনের ছোট লঞ্চ এ উঠতে হয়। এটা হচ্ছে জল এবং স্থলের একটা আন্ত-দেশীয় ট্রিপ। বয়স ছিল কম, আবেগ ছিল বেশি। বাইরের তাপমাত্রা মাথায় না রেখেই বের হয়ে গেলাম একদিন। সাথে ছিল দুই বন্ধু এবং … Continue reading ওমানের ‘মুসানদাম’ ভ্রমণ পিপাসুদের জায়গা